কাজী অফিস
বিয়ের আনন্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেন কাজী সাহেব। কাজী বিয়ে রেজিস্ট্রি করে পাত্র-পাত্রীকে একত্রিত করে থাকেন। বিয়ে করতে সকলকে রেজিষ্ট্রী কাজী অফিসের মাধ্যমে করতে হয়। কাজী অফিস বাংলাদেশ আইন মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। কাজী অফিসে বিবাহ সম্পর্কীয় বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত নিম্নোক্ত হারে ফি নিয়ে থাকে।
ক্র. নং |
নাম |
চার্জ |
(১) |
বিবাহ রেজিষ্ট্রেশন |
কাবিননামায় ধার্যকৃত দেনমোহরের প্রতি ১,০০০ টাকায় ১২.৫০ টাকা হারে চার্জ প্রদান করতে হয়। [প্রতি ১ লক্ষ টাকায় ১,২৫০ টাকা।] |
(২) |
তালাক রেজিষ্ট্রেশন |
৫০০ টাকা চার্জ প্রদান করতে হয়। |
(৩) |
বাংলা কাবিননামা |
২০০ টাকা |
(৫) |
ইংরেজী কাবিননামা |
এ সকল ক্ষেত্রে সরকার নির্ধারিত কোন চার্জ নেই। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের চার্জ নিয়ে থাকে। |
(৪) |
আরবী কাবিননামা |
|
(৫) |
বিবাহ সার্টিফিকেট |
|
(৬) |
কোর্ট ম্যারেজ সার্টিফিকেট সরবরাহ |
|
(৭) |
হারিয়ে যাওয়া কাবিননামা প্রস্তুত |
|
(৮) |
স্বামী-স্ত্রী বিদেশ যেতে কাবিন নামা সরবরাহ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS