কালের স্বাক্ষী বহনকারী করতয়া নদির তীরে গড়ে উঠা শিবগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো শিবগঞ্জ সদর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ শিবগঞ্জ সদর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৮ নং শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩৭৯৫ (কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৯,৯০০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৫৬ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২১ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ-
১। সংস্থা ৭ টি
২। কলেজ ১টি
৩। মাদ্রাসা ৪টি
৪। নিম্ন মাধ্যমিক ১টি
৫। মাধ্যমিক ৩টি
৬। প্রাথমিক ২২
৭। এতিমখানা ২টি
জমির পরিমানঃ ২৮৫২ হেক্টর
১) এক ফসলীঃ ২০০ হেক্টর
২) দুই ফসলীঃ ৫০২ হেক্টর
৩) তিন ফসলীঃ ২০০০ হেক্টর
৪) পতিত জমি ১৫০ হেক্টর
নির্বাচনী চেয়ারম্যানের তথ্যঃ
ক) নামঃ তোফায়েল আহম্মদ ( সাবু )
পরিষদে নির্বাচিত/পূনঃ নির্বাচিতঃ নির্বাচিত
খ) শপথ গ্রহণের তারিখ – ০১/০৭/২০১১ইং
গ) শিক্ষাগত যোগ্যতাঃ এম,এ
ইউনিয়ন পরিষদ ভবন ও সম্পত্তির ববরনঃ
ক) খতিয়ান ও দাগ নং খতিয়ান ১০০২, ৪১১। দাগ নং ৩৮৯,২৪৭৬,৪০৫,২৩৯২
খ) অফিস আঙ্গিনার জমির পরিমানঃ ১০ শতক
গ) আর কোন জমি/ সম্পত্তি আছে কিনা ? ১১ টি দোকান ঘর।
ঘ) নির্মান মেরামতের তারিখ ২০০২ সাল
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২৯/০৯/২০০১ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
২) প্রথম সভার তারিখ – ০১/০২/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ৩০/০৩/২০২১ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
ধাওয়াগীর, মাঝপাড়া, জুড়ি, গুজিয়া, মেদিনী পাড়া, তেলীপাড়া,
উত্তর শ্যামপুর, এনায়েতপুর, সাদুল্ল্যাপুর, দেবীপুর, উথলী,
ছলেমান ধোন্দাকেলা, সন্যাসী ধোন্দাকোলা, হুদা বালা বত্রিশ,
আব্দুল বাহাপুর চাঃ শিবগঞ্জ পূর্ব জাহাঙ্গীরাবাদ
পশ্চিম জাহাঙ্গীরাবাদ, আলাদিপুর।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন পরিষদ উদ্দ্যোক্তা ২ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS